কিছু অস্পষ্ট কথা, হয়তো তার  মানে হয় না তেমন ;
           তবুও লোভ জন্মায় শিকারী ঈগলের ঠোঁটে ।


কবেকার ফসিল হতে   -তার ঘ্রাণ নিতে নিতে ;
                নিঃসঙ্গ অন্ধকার রাত্রি ভিজে যায় ঘামে ।


কত সন্তর্পণে ঝলকে ওঠা,
তার রহস্যাবৃত মায়া মুখ -  নিঃশর্ত উড়তে শেখায় ,
         নীচে ধান ক্ষেত পেরিয়ে পাহাড় চূড়ার ‘পরে ।