অবুদ্ধ চাওনির আড়ালে শিকারীর প্রস্তুতি-
এলানো রেশম চুলের মায়াজাল , কস্তুরী ঘ্রাণে ;
বুঁদ হওয়া যৌবন রোশনাই আল-টপকা ঝরে যায়
পালঙ্ক জুড়ে রতি , আর কাঙ্খিত রতিবিষ পান ।


অবশেষে উত্তাপ সেঁকে সেঁকে আঁধার ফুঁড়ে চক্ষু মেলা,
আড়িপেতে লোলজিহ্বা গন্ধ ছড়ায় সেই কামুক রাতের !


হয়তো এভাবেই শিকার শিকারীর জন্ম হয়, মৃত্যুও ;
          আড়ালে শুধু জমে থাকে কঙ্কাল আর ছাই  !