সেদিন নিঃশব্দে
সাহসী হাতে সব ধৈর্য ভেঙে  
বক্ষের সুমধুর উপত্যকায় জমা মেঘ ঝরিয়ে দিলাম
ভিজে গেল সব । আর নারঙ্গির আভা ভেজা স্তনবৃন্তে
যেন ফুটে ওঠে-   ক্ষ্মা –এর আদি রূপ ;
ছিন্ন নাভিরন্ধ্রে খুঁজে পাওয়া যোগমায়া সুত্রে
আমার  পাপবোধ কেটে যায় । হয়তো তাই
অতি সন্তর্পনে খুলে দিই সেই কাঙ্খিত দ্বার ।আর
আমার বিস্ময়ের অন্ত নেই……যখন দেখলাম
সকল জাতির কোমল প্রজন্ম কুঁড়ির এক রং ।


আমায়(মানুষ) দেখে
তাদের ভীষন মুখভার ……. এই কথাটি যেই জানলাম
সেই থেকে আমার লজ্জার শেষ নেই ।