বারুদের গন্ধে শকুনের ঘুম ভাঙে
চঞ্চুটি পাথরে ঠুকে ঠুকে শান দেয় ;
তারা জানে নিশ্চত পড়বে কিছু লাশ
গরু-মোষ-শুয়োর কিছু নয়;আজকাল
মানুষের ভাগাড় পড়ে নিত্য । হাসি হাসি
শকুনের পালেতে ছেয়ে যায় প্রান্তর ।


মানুষের ওপরে মানুষেরা মৃত সব
রুধিমাখা নিহত শিশুদল শুয়ে আছে
মুখ বুজে ; মৃত জন্মিয়েছে বোধহয় ।
বেঁচে থাকা তখন এক শিশু কচি হাতে
হাতড়ায় লাশের বুকে বুকে মাতৃকোল ।
বুক ফেটে জল আসে শকুনের দু’চোখে ;


আকাশের পানে ডানা উঁচিয়ে গ্রীবা তুলে
ধন্যবাদ জানায় –তাদেরকে ভগবান মানুষ করেনি ।