বাতাসে ছড়াবে চঞ্চলতা, তাই -
বন বাদাড় ঘুরে তুলেছি -ফুল,
তেমন আহামরি নয় ,
তবু তোমারে দিয়েছি -
কিছু ছড়িয়ে আঁচলে ,
কিছু তার রেশমি খোঁপায় গুঁজে ;


রক্তের দাগ ধুয়ে, রাতভর
শাণিত শব্দ দিয়েছি তোমারে;তাই
তুমি বললে- আকাশ, মাটি, সমুদ্রের কথা ।
তুমি বললে- কলঙ্ক বীর্যের ইতিহাস ।
তাই!  তাই কি ?
আগুনের চোখ হলো লাল ।
ছূঁয়ে দিল  সাদা শরীর –


ফুল, শব্দ
শব্দ আর ফুল
জড়িয়ে গেলো ভীষণ আগুনে;
কুন্ডলী পাকানো ধোঁয়া ,স্তরিত স্বপ্নের ছাই,
আমি কি দিতে পারি ? ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে-
বড়োজোর একটি কবিতা ; তাও সেটা হবে মৃত্যুর ।