ইতরে কুটিলে ছেয়ে আছে গৃধ্নু পৃথিবী,
তবুও বেঁচে আছি-  তুমি আসবে বলে !
পলাশদিনে- স্বপ্ন ভাঙে মেঘের মতো,
অন্তরে অষ্ট প্রহর এ কেমন ঝরনাধারা,
               - তুমি আসবে বলে !


দীর্ঘ রাত্রির মূক অবকাশে-
ভেঙে গুঁড়ো হয় আমার নীল আকাশ ।
তবু দু’চোখ জেগে রয় অন্ধকারে,
হয়তো ছড়াবে একমুঠো চাঁদের আবির
                  -আমার এ জীর্ণ ঘরে ।


বাঁশলই নদীর তীরে- তুমি এলে ,
চারহাতে সরল করে নেব সব জটিল অঙ্ক ।
সূর্যাস্তের সোনালি আলোয়-
এলো চুল উড়বে নরম ঠান্ডা বাতাসে ;


আর পুড়ে ছারখার হলে সকল অভিমান-
সবুজ ঘাসে, তোমার ঠোঁটে-চিবুকে-বুকের ছাঁচে,
সন্ধ্যাতারা  ঝুরিঝুরি  হয়ে  ঝরবে  বাহারে ।