আমি...একটা সাধারন মেয়ে যার বিশেষ কোন পরিচিতি নেই।ছোট্ট একটা পরিবারের একমাত্র আদরের মেয়ে আমি।সোনার চামুচ মুখে নিয়ে জন্মালেই বাকি জীবনটা সুখের হবে এমন কোন কথা নেই।হ্যাঁ...আমার ও অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল।আমিও লেখাপড়া করতাম কেমিকৌশল বিভাগে ২য় বর্ষে।কিন্তু আজ আমি ভবঘুরে।কিছু নরপিশাচের কারনে স্বপ্নহীন।তবুও থেমে নেই আমি।কষ্ট নেই আজ বুকে।ভালবেসে তো হারি নি।সেই ভালবাসার জন্য সব পারি আমি।আমি জানি সামনে নতুন সুখ আসবেই।তাই আর অতীতকে ভাবি না।আজ লেখাপড়া নেই তাই ছোট আমি অনেকের কাছে।শুধু তার কাছে আর বাবা-মায়ের কাছে ছাড়া।ভালবাসা যে কি তা হারাতে বসলেই বুঝা যায়।আজ শত ঝড়ের মাঝেও হারিয়ে ফেলি নি তাকে।এখন স্বপ্নের ধ্বংসস্তুপের উপর নতুন এক ভিত গড়ছি।দোয়াপ্রার্থী সকলের।