একটা জীবন ছিলাম ভালো
এই জীবনে খারাপ হবো,
লক্ষ্মী মেয়ের মুখোশ খুলে
নিন্দেগুলো কুড়িয়ে নেবো।
ভালো থাকার, ভালো রাখার
আমার গেছে দিন ফুরিয়ে,
ওড়না খুলে ঘুড়ির সুতোয়
উড়িয়ে দিয়ে খারাপ হবো।
আমি এখন পথ চিনিনা, ঘাট চিনিনা,
সাত সাগর আর তেপান্তরের মাঠ চিনিনা,
নরক যাবার পাতাল-পথে
অগ্নি-কণায় পা পুড়াবো।
মন জুড়াবো, কান জুড়াবো,
আর্তনাদের বিকট রূপে চোখ জুড়াবো।
স্বপ্ন দেখার আয়না ভেঙে
টুকরো কাঁচে রক্ত অনেক বইয়ে দেবো!
নাম-পরিচয় ক্ষইয়ে দেবো।
জন্ম কোথায়, কাদের পাপের গল্প আমি-
বুক ফুলিয়ে সবার কথার জবাব দেবো।
আমি এবার খারাপ হবো।
শংখচূড়ের বিষের মত বিষাক্ত দু:স্বপ্ন হবো!
ঠোঁট ফুলিয়ে কাঁদতে গিয়ে হঠাৎ করে,
নিঠুর হাসি ছড়িয়ে দেবো দূর-সুদূরে।
রুক্ষ চুলের রুক্ষ বেণীর
ঝাপটা দিয়ে আঘাত দেবো।
সবার কাজে ব্যাঘাত দেবো।
"অপয়া" ঠিক কেমন জিনিস,
রোজ সকালে বুঝিয়ে দেবো।
ফাগুন মাসের একেক রাতে, বিছানাতে-
দুই পয়সার বিনিময়ে বিকিয়ে যাবো!
একটু করে দিন-প্রতিদিন নষ্ট হবো!
শিউলি ঝরা পথ মাড়িয়ে,
নগ্ন পায়ে দৌড়ে যাবো।
ফুল, পাখি আর প্রজাপতির খুনী হবো!
এবার আমি খুনী-ই হবো।
মানুষ থেকে স্বপ্ন যত-হাসি যত- ইচ্ছে যত,
সবটা নিয়ে কবর দেবো।
বিপদটাকে খবর দেবো!
সবাই যখন ভয়ের কোলে কাঁদবে, তখন-
প্রলয় সুরে গান শোনাবো।
ভালোবাসার মিথ্যে মানে জানাই আছে,
জানতে চেও ব্যথার মানে আমার কাছে!
একটা জীবন ভ্রান্তি নিয়ে কাটিয়ে দিলেও-
এই জনমে তীব্র ঘৃণার গল্প হবো।
একটা জীবন বেসেছিলাম অনেক ভালো,
এই জীবনে খারাপ হবো