ফাগুন, তুমি আসলে বটে, কেউ এলোনা আর,
কেউ কি জানে কোন বাগানে ফুল ফুটেছে তার!
কেউ কি জানে ফুলের মনে
কোন ভ্রমরের গুঞ্জরণে
এখন তখন অণুক্ষণে ঢেউ উঠেছে কার!
কেউ জানেনা, ফাগুন এলো, কেউ এলোনা আর।


আজকে যেমন কৃষ্ণচূড়া হৃদয়-রঙে লাল,
আমের বনে মুকুল যেমন বিছিয়ে রাখা জাল,
তেমনি ফুলের জন্মদিনে
আকাশ-বাতাস রাখছে চিনে
একটু আবীর রাখছে কিনে, হোলির মেলা কাল!
ফুলের মনে লজ্জা তবু, কৃষ্ণচূড়ার লাল!


ফুল ফুটেছে আজকে যেন অনেক দিনের পর,
বাউল বাতাস বাউল হলে কোথায় থাকে ঘর!
খঞ্জনি আর একতারাটা
কুড়িয়ে নিয়ে পানের বাটা
ফুল উঠাতে সরায় কাঁটা, রঙিন মালাকর,
বাউল বাতাস গাঁথবে মালা অনেক দিনের পর!


ফুলটা তুলে কাউকে দিও, কেউ জড়াবে কেশ,
ফুল ফুরোল, তাই বলে কি বসন্ত হয় শেষ?
তোমার হাতের পরশ পেলে
হাজার বছর রাখবো মেলে
পাপড়িগুলো। ঝরে গেলে ফেলবে ছুঁড়ে? বেশ,
কেউ কুড়াবে, আমার ব্যথায় কেউ জড়াবে কেশ!