তুমি এসেছিলে অচেনা রাতের মত,
অজানা সকাল তাই খুলেছিল স্বপ্ন দুয়ার যত।
আজ তুমি আছো চেনা বাঁশরীর সুরে,
ছুঁয়ে ছুঁয়ে যাওয়া দুখের বাতাস হারিয়েছে বহুদূরে।
চোখের পাতায় ভোর নেমেছিল ফুরিয়ে সাঁঝের ছায়া,
কৃষ্ণচূড়াও লাল হয়েছিল এমনি তোমার মায়া।
তুমি আছো তাই আকাশটা নীল, রংধনু রঙ মাখা,
আঁধারের রঙে আলোকিত ছবি আজ তাই যায় আঁকা।
তুমি এসেছিল কাছের পথটি ধরে,
শুকনো পাতারা পড়েছিল তাই তোমার চরণে ঝরে।
দূরে হারাবার পথ খোলা আজ আছে ,
জানি তুমি আজ যাবেনা কোথাও, থাকবে আমার কাছে।
তুমি আছো তাই বর্ষার দিনে আকাশে আঁধার নামে,
আজও কেনা যায় অনেকটা সুখ তোমার হাসির দামে।
আজও কাঁদি আমি শ্রাবণ-বেলায় না পেলে তোমায় পাশে,
তুমি আছ তাই আজও ভাঙে বাঁধ জীবনের উচ্ছ্বাসে।
তুমি এসেছিলে শরৎ-আকাশ হয়ে,
আমি যা দিয়েছি কষ্ট আঘাত নিয়েছিলে তুমি সয়ে।
দেখেছিলে তুমি আমায় দু’চোখ ভরে,
হয়নি সাহস তাকাতে তোমার সজল চোখের পরে।
তুমি তো দেখেছ এই জীবনের প্রতি পাতা খুলে খুলে,
যা কিছু সত্য তোমার আমার, সামনে ধরেছো মেলে।
তুমি আছো তাই আজও গান লিখি, সুর দেই মনে মনে,
সুর হয়ে তুমি উঁকি দিয়ে যাও হৃদয়ের কোণে কোণে।
তুমি এসেছিলে চুপি চুপি ধীর পায়ে,
সাত সাগরের পথ পাড়ি দিয়ে ছোট্ট তোমার নায়ে।
তোমার নোঙর ফেলেছ হৃদয়-মাঝে,
তোমার পায়ের শব্দ শুনেছি সকাল-বিকেল-সাঁঝে।
তুমি আছো তাই বসন্ত আসে ফুলের সুবাস নিয়ে,
আমি দেখি এই রঙিন পৃথিবী তোমার দু’চোখ দিয়ে।
আমি বারবার তোমার কাছেই আসি,
তুমি আছো তাই সব ভুলে গিয়ে তোমাকেই ভালবাসি।