তোমার  অনেক দুখের গল্প বলে মিটল কি সব সাধ?
আমি     দুহাত দিয়ে রাখছি চেপে বুকের ভাঙ্গা বাঁধ!
তোমার  নকল দুখের দোহাই দিয়ে ডাকলে আমায় কাছে,
আমার   জায়গা এখন কোন পাতালে, নয় তোমাদের মাঝে!


তুমি     সবার প্রিয়, সবার মুখে তোমার হাসি ফেরে,
আমি    কাঁদতে গিয়ে গেলাম থেমে, গায়ের ধুলো ঝেড়ে-
ফের     উঠছি বসে, দেখছি সবাই কেমন করে হাসে,
আমার   জীবন এখন বিষের ধোঁয়া, রুক্ষ নিথর শ্বাসে!


জানো,   আমিও ছিলাম একসময়ে স্রোতের অনুকূলে,
আজ      হাল ছেড়েছি ডুবলে তরী ভীষণ আমার ভুলে।
আমার    অন্ধকারের এই জগতে আমিই ছিলাম আলো
আজ      নিভছি নিজে, মিথ্যে এসব আর লাগেনা ভালো।


দেখো,    হাসছি আমি, ভাবছো বুঝি কষ্ট কিছু নেই?
আমার    এই দুনিয়ায় আসবে যেজন বুঝবে শুধু সে-ই!
আমার    চলন-বলন, কথার ধরন সবই আগের মত
তুমি       বাহির থেকে দেখলে শুধু! ভিতর জোড়া ক্ষত।


তুমি       অনেক কথা বললে আমায়, সবই আমার দোষ!
আমি      ভীষণ জেদী, বেশী-ই বুঝি, তাও মানিনা পোষ।
তবু        আমার মনে একটা উঁকি কেউ দিলোনা কেউ,
আমার    ছিন্ন হৃদয় ডুবিয়ে গেলো পাহাড় সমান ঢেউ!