আমার বেহেস্ত আমার স্বত্বা
কোথায় যাচ্ছ দুরে,
যেতে বললে আমিই যাব
সুদূর অচিনপুরে।


আমায় না বলে,যাস যদি মা
না ফেরা ঐ দেশে,
কিভাবে আমি থাকবরে মা
মানুষ থাকব কি অবশেষে?


এই জগতে যাদের মা নাই
বুঝি আমি তারা অভাগাই,
দেখবি কি মা মলিনতা আমার
অনাদর, অবহেলা করছে সবাই।


একটু আদর, একটু সোহাগ
সবাই দিতে পারে,
তর মত মা আপন করে
কেউ নিবেনা তর খোকারে।


একলা আমি তুই ছাড়া মা
থাকব কেমন করে,
তোর আগে মা তার চেয়ে ভাল
আমিই যাবো মরে।