একে একে দুই হয় গণিতে
সবাই মানে সরল এই অংক,
একে একে এক হয় পিরিতে
যে না মানে তারি আসে কলঙ্ক।


ভালোবাসার মর্মকথা না জেনে,
না বুঝে করলে পিরিত,
কলঙ্ক তার অনিবার্য মেনে
ফল নিতে হয় বিপরীত।


অসৎ উদ্দেশ্যে অপবিত্র প্রেম
সর্বদা বিপদ ক্ষনের আতংক,
শুনতে হয় হৃদয়ের আহাজারি
সমাজ দিবেই কলঙ্ক।


গণিত, পিরিত এক করলে
শুধুই পাবে যন্ত্রণা,
পিরিত কে করলে কলঙ্কিত
জীবনে গণিত ই হবে শান্তনা।