দারিদ্র্যের মায়াজালে জন্ম আমার
সেই কৈশোর থেকে আজ,
জন্ম আমার বিফলতা
দেখে যায় ধরনীর সাজ।


যে কাজেই যায়
নিরাশা হাতছানি দেয়,
বিফল তবু নিশ্চুপ হয়ে
সফলতা প্রতিশোধ নেয়।


নানান রঙ্গের নানান মানুষ
নিজের স্বার্থের টানে,
কারণজল গড়ায় স্রোতে
দুষি আমি অকারণে।


কিইবা পাবার কিইবা দেবার
স্বপ্নই বা কি দেখার,
যেথাকার জল গড়াবে সেথায়
আমি শুধুই একার।


তন্দ্রা আমার জীবন তেমন
সব কিছুই তো পর,
দারিদ্র আমার কলমা পড়া বউ
আমিই ত ন্যায্য বর।


মুক্তি চাই মুক্ত করো
ওগো অভাগী বউ,
কেন ঘুরো পিছনে আজও
অন্য কারও হউ।