ক্ষণে ক্ষণে অনেকক্ষণ
আসেনি কভু সেই লগন,
যখনি চেয়েছি তোমাতে প্রেম
ভেঙ্গে দিয়েছো এই মন।


যাযাবরতায় জীবনের চলন
এমন ছিলাম না জানে তোমার মন,
এই সন্ধিপথ প্রেমের নিরুপম
কবে হবে শেষ নির্বাসিত সন।


কাঁদনিগাওয়া গানের সুর বেতাল
আজ তোমার সুর আলোকময়,
সুর বিহীন গান তবু গায় অন্তর
বিরহের ছন্দ প্রতিক্ষণ না গাওয়া রই।


তবু কিসের আবছা ছায়ায় খুঁজি
আজও প্রেমের সৃষ্টির সেই চোখে,
আজও পেতে ইচ্ছে করে নাপাওয়া
সেই হাহাকারময় শূন্য বুকে।


সবাই বলে প্রেম যাতনাময়
কি ভেবে যেন একটু সুখ পাই,
সেই আশাতে অনেকক্ষণে
বিভূষিতা আমি তন্দ্রাতে হারায়।


কখনো মনুষ্যের খামখেয়ালি ভেবে
একবারও যদি ধরতে এই হাত,
থাকতো না কভু যাতনার চিহ্ন
করতাম না জীবনটা বরবাদ।


ওগো স্বপ্নচারিতা আমার তন্দ্রায় এসো
একবার উপলব্ধি করো মোর প্রেম,
শেষবার বলছি ভাল থাকবে তুমি
প্রেমের আগুনে পুরিয়ে খাঁটি করবে তোমার এই শ্যাম।