ভাবখানা তার চৈত্রের তাল
কথার ফুলঝারি বাংলিশ,
ইংলিশ মিডিয়াম বিদ্যাপাঠ তার
চরিত্র গঠন ইবলিশ।


জ্যাকশন,ম্যাডোনা আদর্শ যেন
পরে ছেড়া প্যান্ট খোকা,
রবীন্দ্র নজরুলের পোশাক পড়লে
তাদের সমাজ বলে বোকা।


আধুনিকতার তালবাহানায়
যাচ্ছি আজ কোথায়,
বিদ্যাসাগর বাংলা বলতেন
এখন ভাবি বৃথাই।


সালাম রফিক  রক্ত দিলেন
শুধুই রইল তাদের নাম,
অনুমোদন পাই অপমানকর
বিদ্যাপীঠ  ইংলিশ মিডিয়াম।


কাঁদেন সফিক কাঁদেন জব্বার
কাঁদেন ৫২ এর ভাষা সৈনিক,
আঙ্গুল ফুলে কলা গাছ হতে
স্বত্বা  নিয়ে করছো বনিক।


বিশ্ব নাকি সেরা বলে
মাতৃভাষা বাংলা,
বাংলিশ কেন ভাবটা তবে
বুদ্ধিলোপ আধুনিক জংলা।