কালকে করব আজকে নয়
অলসতায় হচ্ছি ক্ষয়,
আজকে যদি কাল হয়
অলস মন তাতেই কয়
জীবন যুদ্ধে পেতাম জয়।


উল্কামুখী স্বপ্ন  রাতে
আলাদিনের প্রদীপ পেতে,
আশায় থাকি ভোরবেলা তে
কাঁচা ঘুম ভাঙলে তাতে
দিন শুরু হয় নিস্ফলতে।


অমুক পারি তমুক পারি
গন্ডি শুধুই নিজের বাড়ী,
তাইতো নাই নিজের গাড়ী
ভয় শুধু পাই আমার ঘরের নারী
অলস বলেই নেয় অহেতুক ঝাড়ি।


চিন্তাজগত এমন সবার
কয়জনে পাই প্রতিযোগিতা নেবার,
যারা আছো এমনতর
জীবন তাদের আশংকার ভিতর
তাচ্ছিল্য পায় সচেতন সবার।