তোমার সাথে প্রথম
আঁখি মিলন দুর্ঘটনায়,
হৃদয়ের প্রতিটি স্পন্দন
আহত হয়েছে উন্মাদনায়।


লাজুক সহাস্য টোল গালে
করেছে নিথর আমার চঞ্চলতা,
নিশ্চুপ হয়ে আছি বলতে শুধু
আহত হৃদয়ের ব্যথিত কথা।


স্বপ্নকে আলিঙ্গন করে তুমি এলে
সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে,
জমাট স্বপ্নালু পূর্ণিমা রাতে
আমায় আলো সবটা দিয়ে।


দুঃখকে বাঁধ বানিয়ে সুখের ঠিকানা
মানবেতর কষ্টের বন্যাকে করতে বিলীন,
এমনি চেয়েছি স্বপ্ন জাগরণে
চাইনি কখনো ভালোবাসা হোক মলিন।


চেয়েছিলাম যা তোমার মহাসুখ
থাকবেনা কোন ভালোবাসাহীন অসুখ,
আদরে ভরা অপেক্ষায় বিস্তর বুক
চেয়েছি যা দুই সহৃদয়তা লোকে দেখুক।


তন্দ্রাবেশে কত হেলান দিয়েছি
তোমার আদর মিশানো কোলে,
জানতাম ভালবাসার মুলে
দেহ মন যৌবন ভুলের মাশুল তুলে।


যা আছি আজ থাকতে চাই বহু কাল
কোন অলুক্ষণা ক্ষণে হারিয়ো না তাল,
পৃথিবী ভুলা ক্ষণে এভাবেই দিও গাল
পরিপূরণ হবে প্রিয় জীবন মধুর ঝাল।