মায়াবী আমি শুধুই
চাই তোমার হৃদয়,
আমার প্রেম করতে অমিয়
পেয়ো নাকো ভয়।


মনে যদি থাকে
কোন কল্পনীয় সংশয়,
কি করলে পাবো তোমার
মন করতে জয়?


সকল গ্লানি মুছে দিবো
তোমার পরাজয়,
সুখী বেশে দেখতে চাই যে
শুধুই প্রেমের বিজয়।


সত্যি আমি সত্যি বলছি
দিতে তোমায় অভয়,
মায়ার ঝালে জড়িয়ো আমায়
প্রেমে হয়ো সদয়।


আমাকে তুমি করতে ঋণী
কবো করোনা অভিনয়,
সইতে আমি পারবোনা
নিজেকে করব ক্ষয়।


যদি না পারো বাসতে ভালো
ভাবো আমি জ্বালাময়,
মানুষ আমি পশু নয়তো
তবে আমি কেন নয়?


যদি তোমার মনো কুটিরে
নিছক ভালোবাসা রয়,
বিধাতার কাছে চাইবো ভিক্ষা
তা যেন আমার জন্যই রয়।


১০ম শ্রেণীতে যখন পড়ি তখনকার লেখা কবিতাটি কোন ঘষা মাজা না করেই পোষ্ট করলাম ১৫ বছর বয়সের অনুভূতি। একটা ধুলাপড়া খাতা থেকে পেয়ে খুব ভাল লাগলো তাই শেয়ার করার লোভ সামলাতে পারিনি।