আকাশের নীলে
মাছে ভরা  বিলে
চিঁ চিঁ করছে চিলে
বটছায়ার তলে
মনুষ্যত্বে মিলে
প্রেমের মায়াজালে
নিষ্পাপী অনলে
নেতার খাচ্ছে মিলে
অভাগীর আঁচলে
আহাজারি আবালে
নির্বুধ চড়ে শূলে
ঈমান যাচ্ছে হেঁলে
যাও তুমি গেলে
আমিও যাব নিলে
নিঃশেষ হচ্ছি গলে
আবেগ যখন ধুলে
নিজেকে যায় ভুলে
নাওনা তুমি আমলে
তাই সবি বিফলে
হৃদয় তখন জ্বলে
জীবন চলেনা সরলে
রাস্তা পাব কি করলে?