নারী তুমি মায়া
তুমি মমতা,
তুমি মহীয়সী
তুমি ধরণী মাতা।


নারী তুমি মা
তুমি আদুরী বোন,
তুমি মা ছাড়া সন্তানের আয়া
তুমিই তোমার গুন।


নারী তুমি তিলোত্তমা
তুমি একমাত্র প্রেমিকা,
তুমি ধরণীর শ্রেষ্ঠ শ্রী
তুমি আদুরী সন্তানের কাছে বোকা।


নারী তুমি নিষ্ঠুর কলঙ্ক
তুমি বাবার আত্বহত্যার কারণ,
তুমি সতীত্বকাহিনী বেহুলা
তুমি লক্ষিন্দরের নতুন জীবন।


নারী তুমি কখনো পুরুষকার
তুমি অবিচল সেরা কর্মকার,
তুমি তোমার জায়গায় নারীঘাতী
তুমি পোশাক শিল্পে জয়জয়কার।


নারী তুমি ভাবুক প্রেমিকের প্রেম
তুমি ভালবাসার আবেগী স্বপ্ন,
তুমি কর্কটের রাত জাগা
তুমি পুরুষত্ব বিপ্রলাপে ধন্য।