আজুগী বনে কুঁড়ে ঘরে
এই ছোট্র মেয়ের বাস,
মা বাবার আদুরী বলেই
খুশি-খুশি ডাকে ছাড়ে নিঃশ্বাস।


দিনের আলো দেখেন খুশি
বাবার কপালি চোমে,
মায়ের মুখের ভুতুড়ে গল্প
না শুনলে যায়না  ঘুমে।


গুটি খেলায় বেলা শেষ হয়
অন্যবেলায় গুল্লাছুট রয়,
দৌড়াদৌড়ি চোর পুলিশে
দুই দল নিতে জয়পরাজয়।


আহ্লাদিত ছোট্র খুশি
বুঝেনা ধরণীর প্রসার,
লেখাপড়া কাকে বলে
সে ছাড়াও আগ্রহ নেই অন্য সবার।


বাবা মায়ের কুঁড়ে ঘরে
একটু খড়কুটাময় স্বপন,
বাবার হাসি মায়ের আঁচলা
মধ্যমণি নিজেকে করে বপন।


প্রতি দিবস চাহিদাহীন খুশি
নিতান্তই গরিব বলে,
চাইনা কিছু যা আছে তাই
ছেড়া জামা তাতেই চলে।


ভিন্নতা পায় মুসলিম বলে
কেবল উৎসবের দিন ঈদ,
বাবার মলিন, মায়ের অসহায়ত্ব মুখ
বিষাদময় হয় দিবসের গীত।


সবার ঘরে খুরমা পোলাও
সবাই পরে নতুন জামা,
খুশির ঘরে শুধুই ডাল ভাত
খুশির গায়ে গরীবনামা।


খুশির খুশি বিষাদী হয়
এই দুইটি দিনে,
তারা গরীব সমাজে অতি
করিয়ে দেই মনে।