বিকেলের গোধুলীতে যখন সে এল,
এক রাশ কাশফুলে কী যেন ভেসে গেল।
আবারও এল কিছু মুহুর্ত,
যখ্ন ইচ্ছেগুলো পুর্ণতায় পিপার্ত।
না, এ মরীচিকা নয়,
তবুও মনে লাগে ভয়।
সে পড়ে যায় এ মনের যত ভাষা,
কালীনে তাই পাই অন্য এক ভরসা।
এসো, এসো হে লগন,
পূর্ণতায় হও কোন কানন।
ফুলের পাপড়ি যখ্ন কানন বিহীন,
অমিলনে পাবে না তা কোন জীবন।
পাছে কিছু হয়,
তাই ধীর লয়ে চলতে হয়।
যখনই তুমি আস,
কল্পিত মনে সুখ হয়ে থাকো।
তবু চাইনে এ সুখ,
নীরবে মানব তাই যদি না হয় কোন ভুল।