কিছু ভুল, একটু পিছু টান,
এই বুঝি জীবনের ঐকতান।
কালের বিবর্তনে,
থেকে যায় কথা কিছু গোপনে।
কখন যে কী ঘটে,
নিরাশায় থাকলে তা কে বুঝে।
সত্য যা তা মানি,
আগুন যত তা হউক যেন পানি।
পথ আরও অনেক বাকি,
বিব্রত ভুলে হল তা ফাকি।
পাখির জীবন নয় তো আমার,
যখন তখন তাই ঘটনা সব একাকার।
মানুষ হয়ে বাচতে চাই,
তবু নির্লিপ্ততায় ব্যাথিত হই।
পাছে কিছু হবে,
ভয়েতে এ প্রাণ সব সয়ে রবে।
আনমনে ভাবি,
খাচার যত বাধা ভেঙ্গে ফেলি।
নিজেকে বারংবার সংযত রাখি,
সুন্দর ধরনীর তরে সব চেপে রাখি।
মেঘের গর্জনে ভাঙ্গে ঘুম,
ঝড়ো হাওয়ায় হিজল পেল তার স্ব-রূপ।