হঠাত্ অচেনা কোন জন,
এসেই বলল তুমিই প্রিয়জন।
এতদিনের যত কথা,
তবে পাবে কী কোন প্রিয়তা।
বলা না বলার ভাষা,
পূর্ণতায় হবে সুখ পাতা।
কোন্ অজানার তরে,
হারিয়েছিলে তবে।
আজি হব মুক্ত পাখি,
বলব অজানাকে ভালবাসি।
ভাসব কোন মৌনতায়,
আলিঙ্গনে জড়াব তোমায়।
দূরের কোন মেঠো পথে,
সঙ্গী হব তোমার সাথে।
গোধুলী আকাশের নীলিমায়,
রাঙ্গাব আজ তোমায়।
দিনের শেষ আলোয়,
তাই লালিমা দিগন্তে হারায়।