অাজ এই বর্ষার দিনে
গ্রামের কাঁদা মাখা পথটি ধরে,
হাঁটতে চাই তোমায় নিয়ে।
ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটায়
শুধু একটুখানি অাশায়,
তোমায় নিয়ে ভিজবো বলে,
আজ শ্রাবণ বিকেলে।।
শ্রাবনের জলে ভিজা,
কিছু কদমফুল চাই।
এনে দিও অামায়,
বেঁধে দিও আমার খোঁপায়।।
আমি কদমফুলের রাণী হয়ে,
অাবার তোমার হাতটি ধরে,
যেতে চায় বকুল তলায়।।
ঝড়ো হাওয়াই ঝড়ে যাওয়া
বকুলফুল-গুলো চাই,
এনে দাও না!
মেলে দিবো শাড়ীর অাঁচল,
কুঁড়িয়ে দিও ফুল।
মালা গেঁথে
পরিয়ে দিও,
অামার গলায়।।
চলতে চলতে সন্ধ্যা নামে,
বৃষ্টির দেখা যে নাহি মিলে।
তবুও দুজন দুজনার
হাতটি ধরে,
স্মৃতি পিছনে ফেলে,
চলছি সামনে এগিয়ে।।