ব্যস্ত শহরের গাড়িতে,
যাচ্ছি মোরা বাড়িতে।
সারা দিনের কাজ শেষে
ক্লান্তিমাখা মুখ নিয়ে
ছুটছে গাড়ি গন্তব্যে।
যাত্রী উঠে,
যাত্রী নামে,
ভীড় যেনো নাহি কমে।
গাড়ি আবার জ্যামে পরে
জীবনটা যায় অতিষ্ট হয়ে।
ব্যস্ত শহরের গাড়িতে
জনগনের সারিতে
একটুখানি ঠাঁয় নিয়ে,
যাচ্ছি মোরা বাড়িতে
জীবন রেখে বাজিতে।