তুমি অনেক বড়,
আমি তোমার অপেক্ষা
নেহাৎ ছোট্ট একটা মানুষ।
বিদ্যা,বুদ্ধি এবং কি অর্থের দিক দিয়েও
তেমনটা বড় নয় আমি।
আমার জীবন শুরু
সেই ছোট্ট কুটির ঘর থেকে।
মাটির দেয়াল,হারিকেনের আলো,
তালপাতার পাখায় আমার জীবন।
সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়ার
ভাগ্যটা আমার হয়নি ।
তবুও আমি খাঁটি সোনার কোলে জন্ম নিয়েছি,
সে আমার মায়ের কোল।
জীবন নামে যে মহান যুদ্ধ আছে
যে দিন থেকে বুঝতে শিখেছি,
সেদিন থেকে আমার
রক্তে দায়িত্ব কথাটি মিশে গেছে।
আমি উচ্চ বংশীয় নয়,
আমার বাবার অঢেল সম্পত্তি নেই।
তাই হয়তো মা-বাবা কখনো
বিয়ের কথা চিন্তা করেনি,
শুধু চেয়েছে আমি যেনো প্রতিষ্ঠিত হয়।
তাইতো ছুটেছি
এক কূল থেকে অন্য কূল,
কখনো সাঁতার কেটে
কখনো ডুবে ডুবে জল খেয়ে
পাড় হচ্ছি জীবনের প্রত্যেটি ধাপ।