তোমার কাজলে জড়ানো
আঁখি দুটি ছুঁতে চায়,
নীল শাড়ীতে সাজিয়ে
শরৎতের আকাশে ডুবে যাবো।
তুমি কাশবনের ভীরে
লুকচুরি খেলবে,
দুষ্টমিতে অামায় মাতাবে।
আবার ডাকবে পিছু পিছু,
আমি ছুটে যায় যখন
তোমার পিছু,
তুমি হেসে আবার চলে যাবে।
তোমার হাত দুটি ধরে
নিয়ে যাবো নদীর তীরে।
অালতা রাঙ্গা পায়ে
পড়িয়ে দিবো রুপার নূপুর।
নূপুরধ্বনিতে মাতাবে
নদীর তীর।
তোমার গানে,
শত শত পাখি অাসবে
তোমার সুরে
মিঠে বাতাস বইবে।।
এভাবেই চলবে
অামাদের প্রেম,
শুধু কল্পনায়।
দু চোখ বন্ধ করে
তোমার প্রেমে ডুবে যাবো।
তুমি রাঙ্গাবে অামার
কল্পনার রাজ্য।
জানি সত্যি হবার নয়
তবুও কল্পনার সংসারে
তুমি অামি বাস করব
শুধু তোমায় ভেবে।
যখন- মনে পড়বে
তোমায় নিয়ে
কল্পনায় চলে যাবো।।
থাকো তুমি কল্পনায়,
যদি বাস্তবে অাসো
হাত দুটি বাড়িয়ে দিও
অনেক ভালবেসে।।
অামার কল্পনায়
তুমি যে কল্পরাণী।।