আমরা বেঁচে আছি
জীবন সংগ্রামে,
প্রতিদিন যুদ্ধ করে,
বেঁচে আছি
জীবন ক্ষয় করে।
আমরা বেঁচে আছি
লোভ লালসার ভীরে,
নষ্ট সমাজের
নষ্টালজি শিখে।
সারা দিন যায় চলে
চুরি বিদ্যার জ্ঞানে
মিথ্যা অর্জনে;
বরং সুখেই আছি।
তবুও আমরা বেঁচে আছি
কিছু ভাল মানুষের জন্যে,
সমাজের নষ্টালজি ত্যাগ করে
জীবনকে নতুন করে সাজাতে।