কুয়াশা আচ্ছন্ন রাস্তা-ঘাট,
শিশির ভেজা,
সবুজ ঘাস।।
সকালে গরম গরম চা,
ধৌঁয়া ওঠা
শীতের ভাপা পিঠা।
হাতে একটা ডায়রী,
মনে করে যাওয়া,
শীতের সকালের
নতুন কবিতা।
কিছুক্ষন পরে,
শীতের সকালের
সোনালী সূর্যের
রাঙ্গা আলো।
দুপুরে খাবার খাওয়া,
বাইরে ঘুরে বেড়ানো।
বিকেলে ব্যাডমিন্টনের
জমানো আসর।
আবার কোন সময়
ক্রিকেট ফুটবলের
মজায় মেতে ওঠা।
সন্ধ্যায় গায়ে চাদর
জরিয়ে ঘুরতে যাওয়া।
রাতে ফিরে এসে,
মায়ের বকা খাওয়া।
এইতো আমাদের
কেটে যাওয়া
শীতের দিনগুলো।
Writter:TH