জলাধারের কুমির লুকিয়ে ইঁটের পাঁজরে
প্রচন্ড চোয়াল নিয়ে শিকার ধরে
তুমি কি দেখেছ? চিনেছ?
বোধয় বোধদয় বেচে মজেছ
জনস্রোতে মাথা খুঁড়ে সুখ খোঁজার পালা
ঘুম তুলেছ ঘরে সাজিয়ে বরণ ডালা


প্রেম তোমার অধরে খেলার ছলে
কেউটের বিষের কথা বলে
তুমি নিরাভরণে খিদে মিটিয়ে চলো
দৃষ্টি পুড়িয়ে গড়ল খুঁড়ে তোলো
আচ্ছাদনে শীতল হয় আঁধারে ঢাকা সবুজ চোখ
লজ্জা শুষে খায় শিকলে বাঁধা জ্যান্ত শোক


ক্ষণিক চুলের খেলা আঙ্গুল ডগায়
বিছানার কোঁচকানো চাদরের বাসনা জাগায়
গরম বালিশ রোজ একটু ভিজতে চায়
শরীর নিঙড়ে নেকড়ে গিলে খায়
ভালবাসা জেতার সুখে নিখুঁত স্বপ্ন বোনে
শালিক পাখির বাসা ভাঙ্গে ঝড়ের প্রহসনে


অন্ধ মগজ মানে না শেয়ালের বিষ দাঁত
পালক স্পর্শে গলা কাটে ভোঁতা করাত
মহাজাগতিক উল্কা ছুটে আসে বাতাস চিড়ে
আগুন জ্বলে অগুনতি মানুষের ভীড়ে
সেদিনও দেখো নি, আজও নয়
কিভাবে নিষিদ্ধ গলিতে ইচ্ছে কেনা-বেচা হয়