বসন্তের রাত দেখেছো ?
আকাশ নীল, বনানি রক্তিম
দক্ষিনা বাতাস,প্রেমের দীর্ঘশ্বাস
গান গাইছে, সাজছে,রঙ মাখছে
এতেও মন ভরল না নেপোলিয়ন ৷
শেষে রাত নিয়ে পড়েছো !


সখী আবির কে চেনো তো !
ভালবাসাবাসির দিন বড় ক্ষনিক
তোমার স্পর্শ আলগোছে তুলে রাখব
ত্বক বাঁচিয়ে খেলতে নেমো নীলাঞ্জণা ৷
মন ভরল না বলে শেষের বায়নাক্কা
বেবাক ভুলে আবার ভালোবাসি ৷
তোমার নিশ্বাস ঘন, অনেক ছোট ৷৷
আকাশ দেখে ক্লান্ত হয়ো, পারলে
দিনের চাঁদ দেখাতে নিয়ে যাব
শুধু হাঁটতে হবে ছায়া মিলিয়ে ৷৷
অবশ্য যদি অবসন্ন না থাকো !