এরপর খিটখিটে হয়ে যাব হয়তো ৷
না হলে অথর্ব হবার ভান করে চোখ বোলাব স্পর্শকাতর হয়ে ৷
না হয় চোদ্দটা দাঁত তুলিয়ে
চোপসা গালে সুর ভাঁজব তুলসীদাসী
গান নাকী  বাতাসপ্রায় সেসব ছাড়ো ৷


আলসেমী থাকততেও কাতুকুতু দিতে তুমি
আমিও বিরক্তি মেখে সংসার সামলেছি নেহাৎ
প্রথম প্রথম হাঁটতে গিয়ে হোঁচট খেতাম জানো
এখন বালিশ দাবা বগলে ইংলিশ মদের গন্ধ৷


বুঝলে ,একদিন কাগজে কলমে হিসাব নেব  পাই টু পাই
ভাল বাসাবাসির ,ভাল  থাকাথাকির
একদিন অমাবস্যায় গলা ছেড়ে প্রভাতী গাইব আমি
পাশে মাথা রেখে চিমটি কাটবে তুমি
বিরক্ত হয়ে গলা গুটিয়ে অন্ধকারে রক্তচক্ষু দেখাব তখন ৷


তুমি আমার ফোঁস চেনো  তাই
ততক্ষনে তোমার হাত কেটেছে বিলি
রাতবিরেতে আমিও অমন বেহায়া ...
আবার শান্ত হচ্ছি এখন, 'আরামের ক্রীতদাস'
দু পয়সার আঙুলে বিক্রী হচ্ছি অবশপ্রায়
এরপর সংসারের জল্লাদ বন্দী করে চোঁয়া ঢেকুর তুলবে- বিজয়ের॥