গাছগুলো নিচু হয়ে গেলে ,
অামার ঘরে শীত বাড়ে ৷
কই, আমি তো ডানা ঝাপটালেম
তবুও তুমি এগুলে না (উষ্ণতার দিকে) ৷


ঘরের পাঁচিলটা পড়ে গেলে ,
দুই ঘর  ভাই-ভাই হয় ৷
মাঝের পাশবালিশটা সরে গেছে
তবুও আমার হলি কই?


রাস্তাটা বড়ো হয়ে গেছে ,
বাসেদের ঝগড়া থেমেছে দুরত্বে ৷
সব ঝগড়া কী দূরত্বেই শেষ হয়?
নাকি বাড়ে অভিমানী হলে ?


শেষমেশ গাছ ,রাস্তা আর পাঁচিলটা
হুট করে বেঁচে গেল ৷
ছোটো খোকা*  আর  ঝগড়াটাও
কেবল দূরত্বরাই মরে গেল,আমাকে সাথে করে ৷