তুই মনখারাপের রোদে
আজ বৃষ্টি হয়ে আয়
চল ভরাদুপু র বেয়ে
আজ ভিজতে চলে যাই ৷


তুই ফালতু কবিতাতে
আজ গান শুনিয়ে যা
দমবন্ধ করা বিকেল
অার গিলতে পারছি না ৷


এই মিথ্যে ভরা আমায়
তুই সত্যি হবি না
তাই আড়াল ভালোবাসিস
তবু বাঁচতে পারলি না ৷


ওই মেঘের দেশে পাতা
নাছোড়বান্দা স্মৃতির লাইন
দে পাখনা মেলে হাওয়ায়
ভাঙি মনখারাপের আইন৷


আজ নিম্নচাপের মেঘে
কই তোকে পেলাম কই ?
জানি ঝিরঝিরেতে তুই নেই
তাই ইলশেগুঁড়িই সই ৷


আজ ভুলে গিয়ে সবকুছ
চল একরাশ ছুট লাগাই
মনকড়াই-এ অল্প আঁচে
(চল)একসাথে দিল পোড়াই ৷


সেই ঝগড়া মনে পড়ে
তোর ছুটকো যত জিনিস
গোঁ ভাঙালি শেষে
তুই আমার লোমও চিনিস ৷


আজ বলেদে আমাকে
তুই সুখ ছিলি না স্মৃতি
ওই আতরভাঙা ঘরে
আজও তোরই উপস্থিতি ৷