তুমি তো নিজেই বলেছিলে সেদিন
ঘর থেকে বেরুনোর সময়, বিজয় মিছিলের
সাথে ফিরে এসে যেনো দেখতে পাও-
'আমার চোখে কাজলের কালো দাগ,
ঠোঁটে যেনো থাকে হালকা গোলাপী রঙের
লিপস্টিকের ছোঁয়া, কবিতার মতো চুলগুলো
যেনো থাকে পরিপাটি, কালো ব্লাউজের সাথে
কালো পাড়ের সবুজাভ লাল রঙের শাড়িটা আমার শ্যামলা অঙ্গে যেনো জড়ানো থাকে,
মেলায় কেনা চুড়িগুলোও যেনো হাতে পড়ি।


বিশ্বাস করো! জীবনে যত বার সেজেছিলাম-
সব নিজের মতো করে, শুধু সেদিনই;
তোমার মতো করে খুব সেজেছিলাম।


কিন্তু বিজয়ের মিছিল ছাড়াই তুমি এলে-
রক্তাক্ত, নিথর দেহ নিয়ে অন্যের কাঁধে শুয়ে।
চোখের জলে কাজল ধুয়ে গেলো, মুছে গেলো
ঠোঁটের গোলাপী রঙ, লাল শাড়িটাতে
উজ্জল হয়ে রইলো তোমার রক্তের ছোপ ছোপ
দাগ, কবিতার মতো পরিপাটি করা চুল চিরতরে
অগোছালো হয়ে গেলো আর চুড়িগুলো--


এমন তো কথা ছিলো না, এমন তো বলে
যাও নি গো তুমি, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনের দিনে
তুমি রক্তাক্ত লাশ হয়ে ফিরতে পারো!'


বেলা শেষে বিজয়ের মিছিল বেরুলো, তুমি!
তুমি আর জাগ্রত হলে না----
আমার কষ্টের দাগ কে মুছে দিবে???
-----------------------------------------
০২/০১/২০১৯🖋️