পূবালী বাতাসে কেশ ভাসে আকাশে
ঠোঁট দুটি তার ঠোঁটের সাথে
                       যেনো চাইছে মিলন।
আমি একা ওগো খোলা জানালার পাশে
পুরনো অনেক চিঠি দু-হাতে
                 বড় উতলা এই অবুঝ মন।।


জানি এখন আমি ভাবছি তারই কথা,
            যার ছবিতে ভরা হৃদয়ের সব পাতা।
দিয়ে গেছে যে রংহীন হাজার ব্যথা,
           কথা দিয়ে যে রাখেনি আপন কতা।।


তবুও বছর ঘুরে পূবালী বাতাসে,
তার কথা মনে পরে আনমনে
               জানালার রড ধরে দাঁড়িয়ে থাকি।
মুখখানি তার স্মৃতির আকাশে ভাসে
চোখের হাসি আজো আমায় টানে,
       স্মৃতিগুলি কোনভাবেই দেয় না ফাঁকি।।


জানি; পাবো না তাকে আর কোন দিন,
         তবুও কামনা; ভালো থাকুক চিরদিন।
আফসোস! স্মৃতিগুলি যদি সংগে নিতো–
   পাথরি বুক থেকে দীর্ঘশ্বাস বের না হতো।।
---------------------------------------------
২৫/০১/২০১৭🖋️