সবাই বসন্ত'কেই চাই,
          বসন্ত'কেই ডাকি,
          উন্মুখ হয়ে থাকি বসন্ত বন্দনায়।


          সব জল্পনাকল্পনার শেষে
          বসন্ত'ও আসে একসময়,
          ক্লান্ত পথিকও হেসে উঠে,
          তৃপ্তির ঢেঁকুর তুলে বলে–
                                  আহ! কী সুন্দর।


          তবে একটা বসন্ত জাগার আগে
          প্রকৃতির বুকে খুব নিরবে ঘটে থাকে
          যে ভীষণ বিসর্জনের খেলা–
                              ক'জন জানি সে কথা!


          দুঃখের গল্পগুলো বারোমাস থাকে
                     আপন লোকালয়ে শুধু বন্দী।
__________________________
  ২৭/০৮/২০২১🖋️