এখানে কেউ শোনে না কারো কথা?
সবার মনেই আলাদা আলাদা ব্যথা,
হাহাকারের গল্প তবু ভীড় করে কানে–
যেন সে-সব একা আমাকেই শোনাবার!
আমার যে পথ নেই কভু পিছু পালাবার;
সব সহে যেতে হয় দিনরাতে এক প্রাণে।।


ব্যর্থ হয়েও তবু হাসি নির্লজ্জের মতো,
হাসে হৃদ-ঘরে জমে থাকা সকল ক্ষত,
পরাজিত হয়েও ভাবি আমারই যে জয়!
কাউকে বুঝাবার চেষ্টায় গাফলতি ছিলো না,
মৃত্যু অবধি চেষ্টা থাকবে অব্যাহত; থামবো না
আর কেউ না বুঝলেও স্রষ্টা বুঝবেন নিশ্চয়।
----------------------------------------
০৮/০৯/২০২০🖋️