–আমি ভাবছি, 'বঞ্চিত আমি',
তুমিও বসে ভাবছ, 'শুধু তুমিই',
–এসো না বসি মুখোমুখি,
চোখের তারায় চোখ রাখি,
আঙুলের দাগ টিপে টিপে
হিসেবটা করে নেই ঠিকঠাক মেপে।


কম বেশি যা-ই হোক–
সমান ভাবে করবো ভোগ,
থাকবে না কোন দ্বন্দ্ব দুজনার মাঝে;
দিনেরাতে কিংবা সকাল-সাঁঝে।


আসলে কী জানো- নদীর এপারে থেকে;
ভেবে যাই ওপার ভাসে সুখের স্রোতে,
ওপারের জনও ভাবে ঠিক আমার মতো-  
আমি যেন কখনো পড়ি নি কোন দুঃখে।


দুজনের ভাবনাটাই যে বড্ড রকমের ভুল;
দূরে থেকে জাহির করে যাই নিজেদের নির্ভুল,
দুজনেই পুড়ি বিষন্নতার আগুনে অহেতুক-
বুঝি না; জীবন নয় কোন মশকরার কৌতুক।


কথায় আছে,
'বার মুশকিল তো তেরো আহসান'
যেকোন সমস্যার রয়েছে সুষ্ঠু সমাধান,
দুজনের সামান্য স্বদিচ্ছার খানিক প্রয়োজন–
ভাঙবে না কোন দিনও চিরাচরিত কোন বন্ধন।
------------------------------------------
২৭/১১/২০১৯🖋️