কেউ কেউ বসন্তের ঝড়া পাতার মতো
উড়তে থাকে, ছুটতে থাকে।
কোন দিকের বাতাস এসে যে
নিয়ে যায় কোন দিকে!
                                ভাবতেই পারে না।।


গ্রামগঞ্জের তিন মাথার মোড়ে মাঝে মাঝে
দেখা যায়; ছোট বড় কোনো কোনো
বড়ই গাছে পাতাহীন লতা ছেয়ে থাকে;
                                      ছাতার মতো।
কারো কারো জীবনে ঠিক তেমনই ভাবে
অনেক ইচ্ছে, শখ, স্বপ্ন জড়িয়ে থাকে
আজীবন– শুধু কঠিন বাস্তবতার জালে
                 আটকা থেকে ধরফর করে মরে।


শুধু মানুষ নয়; সমগ্র প্রাণ– সবাই সবার
জায়গায় থেকে বাস্তবতার বাইরে গিয়ে
একটু খানি স্বস্তির নিঃশ্বাস নিতে চায়।


–অস্তিত্বের লড়াইয়ে অনেক কিছুই
বিনাবাক্যে দিতে হয় জলাঞ্জলি।।
__________________________
২৪/০২/২০২১🖋️