ওরে, আবার মানুষ হারালো হুশ,
লকড ডাউন শুনে হলো বেহুশ।


                 দলে দলে
                 পলে পলে
                 বাসে ট্রাকে
                 নৌকা লঞ্চে
                 ফিরছে ঘরে
                 পড়ে হুড়ে–
                 বুঝে না বুঝে
                 ছুটছে যেচে।।


ওরে সবাই গায়ের সাথে গা মিলিয়ে,
আহা সবাই সাথে করে 'করোনা' নিয়ে–
গ্রামেও যেনো পৌঁছে দিতে ছুটে যায়
এ যেনো তাদের-ই বড্ড ভীষণ দায়।


                 শুনবো আবার
                 খবর করোনা'র,
                 অমুক গ্রামে
                 তমুক গ্রামে
                 অমুক চাচাকে
                 তমুক ভাইকে
                 ধরেছে করোনা
                 রক্ষা হলো না–


আমি বুঝি না রে ভাই, লকড ডাউনে
ফিরছে তারা কেন; কোন বা কারণে!!
_______________
০৪/০৪/২০২১🖋️