বেশ বৃষ্টি হয়ে গেলো,
        অশ্রুপাত ছাড়া কি বিসর্জন মানায়?
        মানুষ নির্দয়-নিষ্ঠুর হতে পারে–
        আকাশ-বাতাস-প্রকৃতি নিজ স্বরূপে
        আদি থেকে আজ পর্যন্ত রয়ে গেছে।।


        মানুষ শুধু বদলেছে, নিষ্ঠুর হয়েছে...


        আজ প্রকৃতি যত প্রেম দেখায়,
        দেখায় যত আবেগময় দৃশ্য আর
                                 অনুরাগের খেলা–
        মানুষের বুকে; হৃদয়ে তার খুব ঘাটতি।


        মানুষ দিনে দিনে প্রেম ভুলে
        হিংস্র হয়েছে, আবেগকে মেরে ফেলে
        হয়েছে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম,
        বিবেককে ঘুম পাড়িয়ে রেখে–
              মানুষ ভুলে গেছে যে; সে মানুষ।


        মানুষ বদলে গেছে; খুব বদলে গেছে–
        স্বার্থপরতা, নিষ্ঠুরতা, হিংস্রতা আর
        কু-প্রবৃত্তিকে বিসর্জন দিতেও ভুলে গেছে,
        ভুলে গেছে চোখের জলও ফেলতে হয়–।
------------------------------------------
২৫/১০/২০২০🖋️