যতটুকু জেনেছি- পৃথিবীর ইতিহাস ঘেটে,
মানুষের রূপ-রস-স্বভাব নেড়েচেড়ে,
কোথাও নেই এমন নিভৃত কোন স্থান–
জাত-পাত, ধর্ম-বর্ণ, ধনী-গরিব ভেদাভেদে–  
        যেখানে মানুষে মানুষে দ্বন্দ্বে মাতে নি,
অথচ, সৃষ্টির রহস্যে এক পরিচয়– মানুষ।


মানুষেরই আছে জ্ঞান– আছে বাকশক্তি,
                             আছে অন্তর্দৃষ্টি,
অথচ; মানুষ-ই ঘুমের ঘোরেও স্বার্থান্ধে
করে যায় যুদ্ধ, ঝরায় রক্ত, ভুলে যায় সম্পর্ক,
                             দয়া-মায়া-প্রেম,
আর জগৎ জুড়ে অন্যসব সৃষ্টি–
স্রষ্টা যা মানুষেরই কল্যাণে করেছেন
                          স্বমহিমায় নিবেদিত,
তারা দিনে দিনে হয়ে যায় মানুষের জন্য
                       দৃষ্টান্তমূলক উদাহরণ–
মানুষ যাতে হয়ে না যায় মনুষ্যত্বহীন।।
_______________
০৯/১২/২০২০🖋️