রোজ দেখতাম তাকে এক ফুলের বাগানে
শিশিরভেজা প্রত্যেক মায়াবী-স্নিগ্ধ প্রভাতে,
ফুলের গায়ে গায়ে ছুঁয়ে করে যেতো আদর
আপন মনে, চঞ্চল-মসৃণ কোমল দুটি হাতে।
ফুলগুলো যেন নতুন সুখের-ছোঁয়া পেতো
হাসতো-খেলতো, সব পাপড়ি মেলে দিতো।


আর যখন পুবাকাশে ঊষার আলো ফুটতো,
আসতো প্রজাপতি, মৌমাছি আর ভোমর–
পাখির মতো গুনগুন করে সে ফিরতো ঘরে
হৃদয়ে জড়িয়ে নিয়ে উষ্ণতার নরম চাদর।
তাকে দেখতাম রোজ দূর থেকে; লুকিয়ে,
মনের ভাজে আঁকতাম প্রেম; তাকে নিয়ে।


তাকে হয় নি কিছুই বলা– মনের কথা খুলে,
আজ অনেক খুঁজেও আর পাইনা যে খুঁজে,
না জানি দূরে; কোন বাগানে করছে খেলা?
তবু নিখোঁজ সময়ের তাকে পাই চোখ বুজে।
--------------------- 🖋️
২৫/১১/২০২০