এখন ঘরে ঘরে নবান্নের মতো
                      জ্বরের মৌসুম,
জ্বর! কতক জনের নিকট এ যেন
ভীষণ অপরিচিত এক শব্দ।


কেউ কেউ 'জ্বর' শব্দটি শুনে আঁতকে উঠে,
এর চেয়ে বড় পাপিষ্ঠ শব্দ আর নেই–
                            দূরত্ব বাড়ায় দ্রুত।
ভাবখানা ঠিক– এমন শব্দ সাত জনমেও
ভুল করেও শুনেনি তারা, শারীরিক ভাষায়
প্রকাশ করে কী ভীষণ অবজ্ঞা! পঁচা-দুর্গন্ধে
যেভাবে নাক-মুখ চেপে ধরে পথিক।
অথচ; গোপনে তারাও জ্বরের ঔষধ কিনে
                           বীর বেশে ঘরে ফিরে।


আজ জানতে ইচ্ছে করে–
এই 'করোনা' মহামারি সৃষ্টির আগে
পৃথিবীতে কি 'জ্বর' হয় নি কারো?
'জ্বরের' প্রকোপে কেউ কি মরে নি এর আগে?


ইতিহাস লুকিয়ে রাখে না কোনোকিছু;
জ্বর ছিলো, জ্বর আছে, জ্বর থাকবে–
লড়াই করে টিকে থাকতে হবে মানুষকে,
আদিকাল থেকে লড়াই করেই তো
                            এত দূর এসেছে মানুষ।
আজ মানুষগুলো কেন তবে এমন করছে?
___________________
২৮/০৯/২০২১🖋️