একদিন কামে না গেলে; আমাগো
মাসিক খাওনের খুব সমইস্যা হয় না, তয়-
চলার গতি অনেকখানি এলোমেলো
হইয়া যায়- তারপরও মাঝে মাঝে ইচ্ছা করে
তোমারে জোর কইরা আটকায় রাখি,
যদিও হপ্তায় একদিন বাড়িত থাকো
বিশ্বাস করো; আমার মন ভরে না......।


বাজারের কর্নারে একটিয়া বাড়ি,
আশেপাশে নাই কোনো প্রতিবেশী,
ছেলে-মেয়ে দিনমান টিভি- কার্টুন,
মোবাইল আর চড়ুইভাতি খেলা লইয়া
বেজায় ব্যস্ত থাকে; বিশ্বাস করো-
আমি একলা, ভীষণ একলা.....।
বাজারে চলাচল করা গাড়ির হর্ন,
লোহা পেটানো নানান রকমের শব্দ আর
ভালো-মন্দ মাইকিং শুইনা-ই দিন কাটে।।


বিশ্বাস করো; তুমি সাতসকালে
কামে যাওনের পর- ফিইরা না আসা অবধি
আমি একলা, ভীষণ একলা.....।
------------------------
২০/১০/২০২০✍️
                           উৎসর্গঃ মোহনা