মাঝে মাঝে ছেলে মেয়েও চইলা যায়
আড়াই কিলোমিটার দূরে,
ওগো দাদা-দাদীর কাছে; বইলা যায়–
এই বাড়িটা ভালোই লাগে না....
সময়ের প্রত্যেক কণা বিষন্নতায় ভরে থাকে,
নিজ বাড়িতে আমি বন্দী; কয়েদী, পরবাসী।


বাড়ির বাইরে কত্ত মানুষ! দোকানপাট,
খরিদ্দারে জমজমাট ভীড়, শুধু তুমি নাই-
সেই সাত সকালে কামে গেলে
ফিইরা আইসো রাইত- বেরাইতে,
কান্দি একা একা, সুখ দেখার কেউ নাই,
আমার দুখ দেখারও কেউ নাই।


বিশ্বাস করো; তুমি সাতসকালে
কামে যাওনের পর- ফিইরা না আসা অবধি
আমি একলা, ভীষণ একলা.....।
------------------------
২০/১০/২০২০✍️ উৎসর্গঃ মোহনা