ওরে ও দীর্ঘশ্বাস;
বুকের ভিতরে, হৃদয়- ঘরে,
পাজরে পাজরে– নিরবে যা' করে
                    একাকী বসবাস।।


—মনে থাকে যেন তোর,
কারো সুখের চাদরে, সোনালী দুপুরে-
         ভুল করে প্রকাশ্যে কিংবা অগোচরে
             না লাগা'স যেন কোনো আঁচড়।।


—যত পারিস আমাকেই জ্বালা,
জ্বালাতে জ্বালাতে কর্ আরো শক্ত,
পারলে হিম করে দে' দৃষ্টি, শীতল কর্ রক্ত,
       হৃদয় করে দে' বেদনার পর্বতমালা।।


—মন দিয়ে ভালো করে শোন্,
তোর ছোঁয়ায় পুড়ে যাক কারো সুখের ঘর,
পোড়া ছাই হাতে নিয়ে কেউ চিনুক আপন-পর,
                     কখনোই চাই না এমন।।


—একা একাই ভালো লাগে জ্বলতে আমার,
ভালো লাগে পুড়ে খাঁখাঁ হয়ে একাকী
                                নিরবে কাঁদতে;
যে আজন্ম রয়ে গেছে একলা পথে-
তার মাঝেই থাকুক তোর সব তোলপাড়।


ওরে ও দীর্ঘশ্বাস;  
তুই আমার প্রেমেই থাকিস আমরণ মত্ত,
সকাল-বিকাল হৃদয় কর্ ভস্মীভূত–
       অন্যকারো সুখে ছোঁয়াচ না তোর আঁচ।।
-----------------------
০১/১০/২০২০🖋️